কর্ণফুলী ফাউন্ডেশন’র কার্যক্রম ও কেন্দ্র পরিদর্শন।

কর্ণফুলী ফাউন্ডেশন-এর চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন কর্ণফুলী ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জনাব আলী হোসেন। লিচুবাগান রাঙ্গুনিয়া শাখায় এই কর্মসূচি পরিদর্শনের অংশ হিসেবে তিনি গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ সালে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। 
নির্বাহী পরিচালক এ সময়ে কেন্দ্রে তিনি সদস্যাদের সাথে মত বিনিময় করেন। নির্বাহী পরিচালক সদস্যাদের কথা শুনেন এবং ফিল্ডে অফিসারদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সবাইকে সঞ্চয়ী হওয়া জন্য, সদস্যাদের মাঝে যারা উদ্যোক্তা তারা যেন ক্ষুদ্র ঋণ নিয়ে কাজে লাগাই, তিনি আরো বলেন  “ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম আপনাদের জন্য চমৎকার একটি সুযোগ।  এছাড়া বসতভিটা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, বসতভিটা উঁচুকরণের সুবিধা বেশী সংখ্যক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বন্যাপ্রবণ এই এলাকায় ক্লাস্টারভিত্তিতে বসতভিটা উঁচুকরণের দিকে আরও বেশী মনোযোগ দেওয়া উচিত।“
কর্মসূচি পরিদর্শনকালে নিবাহী পরিচালক-এর সঙ্গে ছিলেন কর্ণফুলী ফাউন্ডেশন-এর কর্মকর্তাগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top