Relief Distribution
পাহাড় ধসে ক্ষতি গ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শন ও ঢেউ টিন বিতরণ
২৯/০৮/২০২৩ইং তারিখ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা সেগুন বাগান এলাকায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি-ঘর পরিদর্শন করেন ’কর্ণফুলীফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক জনাব আলী হোসেন। পরিদর্শনকালীন সময়ে তিনি ক্ষতিগ্রস্তদের বিভিন্ন অসুবিধা ও অর্থনৈতিক সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং তাদেরকে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া অদ্য তারিখে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য ঢেউ টিন বিতরণ করেন।
আগুনে বাড়ী ঘর পুড়ে যাওয়ায় সদস্য ব্যাবহার্য খাদ্য সামগ্রী বিতরণ
কর্ণফুলী ফাউন্ডেশন লিচুবাগান শাখার আওতাধীন ৫৬/ম নং কেন্দ্রের সদস্য খুরশীদা বেগমের ঘর ইলেকট্রিক শট সার্কিটের আগুনে পুড়ে যাওয়ায় কর্ণফুলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রাত্যহিক ব্যবহার্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।